তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- গত কয়েকদিন ধরে প্রবল গরমে নাজেহাল সাধারণ মানুষ। কয়েক পসলা বৃষ্টির দেখা মিললেও এখনো গরম তেমন ভাবে কমে নি। রাতে আবহাওয়া কিছুটা ঠান্ডা থাকলেও সকাল হতেই একইভাবে গরমে নাজেহাল হতে হোচ্ছে মানুষকে। তাই গরমের হাত থেকে সাধারণ মানুষকে কিছুটা রেহাই দিতেই রবিবার গোপালপুর তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে গোপালপুর পশ্চিম পাড়া শ্মশান কালি মন্দিরের কাছে পথ চলতি মানুষদের হাতে সরবতের গ্লাস ও কাঁচা ছোলা তুলে দেওয়া হয়।
তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা জানান। যে হারে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে তাতে এমনিতেই নাজেহাল সাধারণ মানুষ।তার উপরে প্রবল গরম। তাই সাধারণ মানুষের হাতে কাঁচা ছোলা আর শরবত দিয়ে কিছুটা হলেও তাদের অন্তত গরমের হাত থেকে রেহাই দেওয়ার চেষ্টা তারা করেছেন।