সংবাদতা, পূর্ব বর্ধমান:- নিম্নচাপের বৃষ্টি শুরু হয়েছে বর্ধমানে।সকাল রোদ উঠলেও আকাশে মেঘ ছিল।বেলা বাড়তেই গোটা আকাশ মেঘে ঢেকে যায়।শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি। মাঠে পাকা বোরোধান আছে।ফলে চাষীরা চরম সংকটে পড়েছেন।তবে বৃষ্টি নামলেও ঝড়ো হাওয়া না থাকায় আপাতত স্বস্তি।
নিম্নচাপের বৃষ্টি শুরু হয়েছে বর্ধমানে
May 09, 2022
0