তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসায় আগ্নেয়াস্ত্রসহ ছাগল চুরির ঘটনায় ধৃত তিনজনকে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করল কাঁকসা থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ঝাড়খণ্ডের বাসিন্দা পান্না স্বর্ণকার এবং রাজেশ মন্ডল ও কাঁকসার রমেশ ঠাকুকে গত মাসের ২৯ তারিখে মুচিপাড়া শিবপুর রোডে একটি ছোট গাড়ি করে ছাগল চুরি করে পালানোর সময়। মলানদিঘি ফাঁড়ির পুলিশ ওই গাড়িটি কে দাঁড় করিয়ে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি ছাগল উদ্ধার করে এবং তিন জনকে আটক করে।
ধৃতদের কাছ থেকে একটি দেশী পাইপ গান এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।গত এপ্রিল মাসের ৩০ তারিখে ধৃত ৩ জনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে মহকুমা আদালতের বিচারক তিনজনকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পাঁচ দিনের পুলিশি হেফাজতের পর ধৃত ৩ জনকে এর দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।