তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- মানসিক ভারসাম্যহীন ব্যক্তি কে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাল কাঁকসা থানার পুলিশ।
বৃহস্পতিবার সকালে পানাগর বাজারের রেলপার ট্যাংকি তলায় বাড়ির ভেতর থেকে এক বৃদ্ধার পচা গলা মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়রা পচা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃত বৃদ্ধার নাম বনশ্রী ব্যানার্জি। যে ঘরের ভেতরে বৃদ্ধার মৃতদেহ পড়েছিল সেই ঘরের খাটে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ছেলে বছর পঞ্চাশের তাপস ব্যানার্জি শুয়ে ছিলেন।
পুলিশ মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ছেলেকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বৃদ্ধার স্বামী রেলে চাকরি করতেন। স্বামী মারা যাওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। পাশাপাশি তার ছেলে তাপস ব্যানার্জি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মৃত বৃদ্ধা একাই সব কাজ করতেন। গত দু'দিন ধরে বৃদ্ধা বাড়ির বাইরে বের হন নি। এরপরই বৃহস্পতিবার পচা গলা মৃতদেহ উদ্ধার হয়।