Type Here to Get Search Results !

দিন-দুপুরে গৃহস্থের বাড়িতে চুরি ঘিরে চাঞ্চল্য এলাকায়



সোমনাথ মুখার্জী, লাউদোহা : শুক্রবার দুপুরে চুরির ঘটনা ঘটলো লাউদোহার বালিজুরি গ্রামের ডাঙ্গাল পাড়ায় । এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।






অন্ডাল, পাণ্ডবেশ্বরের পর এবার লাউদোহায় ঘটল চুরির ঘটনা । শুক্রবার দুপুরে ডাঙাল পাড়ার বাসিন্দা নীলাচল মুখার্জির বাড়িতে চুরির ঘটনাটি ঘটে । সূত্র মারফত জানা যায় এদিন নীলাচল বাবু সপরিবারে গ্রামেরই অন্য এক পরিচিতর বাড়িতে গিয়েছিলেন ভোজের আমন্ত্রণে । দুপুর 2:30 নাগাদ দেখেন বাড়ির গেটের দরজা তালা বন্ধ বাড়ির দরজায় তালা ভাঙ্গা । ভেতরে আলমারিসহ সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড । 








দশ ভরি সোনার গহনা, নগদ পাঁচ হাজার টাকা ও একটি ট্যাব চুরি গেছে বলে দাবি করেন গৃহবধু রিম্পা মুখার্জি । দুষ্কৃতীরা পাঁচিল টপকে ভেতরে ঢুকে, পরে বাড়ির সদর দরজার তালা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে বলে অনুমান । 









খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লাউদোহা থানার পুলিশ । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ।  উল্লেখ্য, গত বুধবার অন্ডাল গ্রামের দীর্ঘনালা ও বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি গ্রামে ঘটে চুরি ও ডাকাতির ঘটনা । খনি এলাকায় ধারাবাহিকভাবে চুরি ও ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad