সংবাদাতা, পূর্ব বর্ধমান:- খাগড়াগড় জাল নোট কাণ্ডে ধৃত গোপাল সিং কে নিয়ে জাল নোট কারখানায় তল্লাশি চালাল বর্ধমান থানার পুলিশ। ডি এস পি হেড কোয়ার্টার অতনু ঘোষাল এবং বর্ধমান থানার আই সি সুখময় চক্রবর্তী সহ পুলিশ কর্মীরা শনিবার সকালে ধৃত ব্যক্তিকে নিয়ে খাগড়াগড়ের পূর্ব পাড়ায় যান।
খাগড়াগড়ের পূর্ব পাড়ার যে বাড়িতে গোপাল সিং ভাড়া থেকে জাল নোটের চক্র চালাতো সেই বাড়িতে চিরুনি তল্লাশি চালানো হয়। বাড়ির ভিতরে থাকা তিনটি ঘরের সমস্ত আসবাবপত্র খুলে তল্লাশির পাশাপাশি ছাদে গিয়ে জলের ট্যাংক কোনো কিছুই বাদ যায়নি। তল্লাশি চালিয়ে বেশ কিছু ফাইল উদ্ধার করে পুলিশ।
এই ফাইল থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া যাবে বলে পুলিশের অনুমান। তল্লাশিতে উদ্ধার হয়েছে কেমিকেল জার। এই জারে কেমিকেল রাখা হত এবং এই কেমিকেল জাল নোট তৈরিতে ব্যবহৃত হত বলে পুলিশের প্রাথমিক অনুমান।
ঘন্টা দু'য়েক ধরে চলে এই তল্লাশি। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্কের ছায়া। স্থানীয়রা চাইছেন দুস্কৃতিদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক পুলিশ।