নিলেশ দাস, আসানসোল :-ঘাগরবুড়ি মন্দিরে ৩৬ তম ফলহারিণী কালী পুজো,পুজো দিলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। আশীর্বাদের পাশাপাশি সবাই যেনো ভালো থাকে সেই কামনা করেন।
রবিবার কালীপাহাড়ি ধর্মচক্রের পক্ষ থেকে আসানসোলের ঘাগরবুড়ি মন্দিরে ৩৬ তম ফলহারিণী কালী পুজোর আয়োজন করা হয় ৷ এই পূজা উপলক্ষ্যে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত ৷ এদিন সকালে কুমারী পুজোর মাধ্যমে পূজা উপাচার শুরু করা হয় ৷ একই সাথে এদিন সন্ধ্যা ৭ টা থেকে দেবীর আরাধনা শুরু হবে ৷
পাশাপাশি রাত্রি আটটা থেকে দেবীর পুজো উপলক্ষ্যে যজ্ঞ শুরু হবে ৷ পুজো ও যজ্ঞাদি শেষে রাত্রি ৯ টা থেকে সারারাত ধরে দেবীর প্রসাদ বিতরণ করা হবে বলে জানিয়েছেন,ধর্মচক্রের সভাপতি মুকেশ কুমার সাউ ৷ একই সাথে তিনি বলেন, গত দুই বছর করোনা মহামারির কারণে এই পুজোর আয়োজন করা সম্ভব হয়নি ৷ তবে এই বছর দেবীর পুজো উপলক্ষ্যে মন্দিরে ভক্তসমাগম বেশী হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন আজ ফলহারিনী কালী পুজো মা ঘাগরবুড়ি মন্দিরে ঘটা করে পুজো হচ্ছে। এবং দশজন কুমারী মায়ের পুজো হচ্ছে খুবই ভালো লাগছে। মায়ের কাছে এসে আশীর্বাদ নিলাম এবং সবাই যেনো ভালো থাকে তার কামনা করলাম।