সংবাদাতা,পূর্ববর্ধমান:- 'শিক্ষাকে ক্রমশঃ বেসরকারি পুঁজিপতিদের হাতে তুলে দিতে চাইছে রাজ্য সরকার' বলে মন্তব্য করলেন সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। শনিবার বর্ধমানের কার্জনগেট চত্বরে পশ্চিমবঙ্গ কলেজ শিক্ষাকর্মী ইউনিয়নের ১৪ তম সম্মেলনের প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন তিনি।
তিনি বলেন, বামফ্রন্ট যেটা করেছিল শিক্ষাকে সর্বাঙ্গীণ করা,সর্বজনীন করা ও শিক্ষকদের দায়িত্ব নিয়ে সম্মানজনক বেতন দেওয়া।সেটা ভেঙে দিতে চাইছে। নাম না করে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, উনি চাইছেন শিক্ষিত ছেলেমেয়েরা যাতে না আসে।তিনি তার পছন্দ মত অর্ধশিক্ষিতদের সিভিক টিচার নিয়োগ করবেন।এটা উনার নতুন থিয়োরি। এইভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছেন বলে মন্তব্য করেন।