সংবাদাতা, পূর্ব বর্ধমান:- বিপুল পরিমাণে সরকারি রেশন বন্টনের গম পাচার করার সময় পুলিশের হাতে ধরা পড়ল গম বোঝায় একটি ১২ চাকার লরি। গ্রেপ্তার করা হয় লরির চালক ও খালাসিকে। ধৃতদের নাম মহম্মদ রফিক ও জার্নেল সিং। বাড়ি পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকায়।
বুধবার বিকেলে সরকারি রেশন বন্টনের গম বোঝায় একটি লরি পূর্ব বর্ধমানের গুসকরা বলগোনা রোড ধরে যাওয়ার সময় ভাতারের মুরাতিপুর এলাকায় পুলিশের হাতে ধরা পড়ে। গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল লরিটিতে প্রচুর পরিমাণে সরকারি রেশন দ্রব্য পাচার করা হচ্ছে। এরপরই পুলিশ ওই রোডে নাকা চেকিং চালিয়ে লরিটিকে আটক করে তল্লাশি শুরু করে।
তল্লাশি চালাতেই বিপুল পরিমাণ সরকারি রেশন বন্টনের গমের হদিস পায়। গাড়ি চালক ও খালাসির কাছে কোন বৈধ নথি না থাকায় গাড়িসহ তাদেরকে আটক করে ভাতার থানায় নিয়ে যাওয়া হয় । তবে বিপুল পরিমাণে সরকারি রেশন দ্রব্যের গম কোথা থেকে এলো জিজ্ঞাসাবাদে কোন সদুত্তর না মেলায় তাদেরকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় গম বোঝাই ভর্তি লরিটিকে।
ভাতার থানা ওসির সৈকত মণ্ডল জানিয়েছেন, ৪৪৫ বস্তা গম বোঝাই লরিটিকে আটক করা হয়েছে। গমগুলি সরকারি রেশন বন্টনের গম। চালক ও খালাসির কাছে কোনো বৈধ নথি না থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, গ্রাহকদের কাছ থেকে কম দামে রেশন দ্রব্য গুলি সংগ্রহ করে কলকাতা খিদিরপুর এলাকায় পাচার করা হচ্ছিল। তবে এই বিপুল পরিমানের গম কোথা থেকে তারা সংগ্রহ করেছে। এই পাচার চক্রের সঙ্গে আর কে কে যুক্ত আছে সমগ্র বিষয়টি তদন্তের জন্য বৃহস্পতিবার পুলিশ ধৃতদের হেফাজতের আবেদন জানিয়ে বর্ধমান আদালতে পেশ করা হয়।