শুভময় পাত্র,বীরভূম:- শান্তিনিকেতনে আদিবাসী নাবালিকা গণধর্ষণ কাণ্ডে ধৃত আরো দুই নাবালক। মোট ধৃত চার জনকে শান্তিনিকেতন থানা থেকে বোলপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়।বীরভূমের পাঁড়ুই থানার অন্তর্গত বাদলোডাঙা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷ সুনীল সোরেন ও লক্ষ্মীরাম সোরেন নামে দুই অধিবাসী যুবককে গ্রেপ্তার করে শান্তিনিকেতন থানার পুলিশ।
শান্তিনিকেতন থানার অন্তর্গত সতীপীঠ কঙ্কালীতলা সংলগ্ন আদিত্যপুর গ্রাম এলাকায় চড়ক মেলা চলাকালীন নির্যাতিত নাবালিকার প্রেমিকে মারধর করে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে কোপাই নদীর তীরে এই আদিবাসী নাবালিকাকে গণধর্ষণ করার অভিযোগ ওঠে ৷ বোলপুর শান্তিনিকেতন সংলগ্ন একটি গ্রামে এই ধরনের ঘটনায় রীতিমতো নিন্দার ঝড় ওঠে সর্বত্র৷
অবশেষে এই ঘটনার ৭২ ঘন্টা পর সিআইডি স্পেশাল টিম ও শান্তিনিকেতন থানার যৌথ উদ্যোগে এই ঘটনায় দুজনকে চিহৃত করে গ্রেপ্তার করে শান্তিনিকেতন থানার পুলিশ৷ নির্যাতিতা ও তার প্রেমিকের বয়ান অনুযায়ী সিআইডির স্পেশাল স্কেচ আর্টিস্টরা অভিযুক্তদের স্কেচ তৈরি করেন। সেই স্কেচ চিহৃতকরণের পর দুজনকে গ্রেপ্তার করা হয় পাঁড়ুই থানার বাদলোডাঙ্গা গ্রাম থেকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদের খোঁজ ও তল্লাশি শুরু করেছে বীরভূম জেলা পুলিশ৷