তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- প্রবল গরমে নাজেহাল কাঁকসার মানুষ।রবিবার সকাল থেকে তীব্র গরম অনুভূত হয় সমগ্র কাঁকসা জুড়ে।বেলা বাড়ার সাথে সাথে প্রবল গরম বেড়ে যাওয়ার ফলে সাধারণ মানুষকে স্বস্তি দিতে পথে নামলো তৃণমূল কংগ্রেসের কর্মীরা।গোপালপুর উত্তরপাড়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার গোপালপুরে জলছত্রের আয়োজন করেন তৃণমূল কর্মীরা।
এদিন পথচলতি মানুষদের হাতে শরবতের গ্লাস এবং কাঁচা ছোলা ও গুড়ের বাতাসা তুলে দেওয়া হয়।উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা যুব সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ মন্ডল, কাঁকসা ব্লকের তৃণমূলের মহিলা সভানেত্রী অর্পিতা ঢালী, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়জিৎ মণ্ডল সহ গোপাল পুর উত্তরপাড়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা যুব সাধারণ সম্পাদক জানিয়েছেন দিনের-পর-দিন ক্রমশ তাপপ্রবাহ বেড়ে চলেছে কাঁকসা ব্লক জুড়ে। এখনো পর্যন্ত বৃষ্টির কোন দেখা নেই। বেলা বাড়লে প্রচন্ড পরিমানে লু বইছে গোটা এলাকায়। বেলা বাড়ার সাথে সাধারণ মানুষ রাস্তায় না নামলেও কাজের তাগিদে বহু মানুষকে বাইরে বের হতে হচ্ছে। রাস্তায় বেরিয়ে পড়ল গরমের জেরে অনেকেই তৃষ্ণার্ত হয়ে পড়েন। এই সময় কোথাও পানীয় জল চাইলে তারাও পানীয় জল দিতে ইতঃস্তত বোধ করে ।
কারণ রাস্তার ধারে যে সমস্ত দোকান রয়েছে তাদের সবাইকে পানীয় জল দুর থেকে বয়ে নিয়ে আসতে হয়। তাই এলাকার মানুষের তৃষ্ণা মেটাতে এবং প্রবল গরমের হাত থেকে রেহাই পেতে তারা এই জল ছত্রের আয়োজন করেছেন।