সোমনাথ মুখার্জি পাণ্ডবেশ্বর :- বৃহস্পতিবার পান্ডবেশ্বর বিধানসভার দুই জায়গায় দুটি সভা করলেন আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা । প্রথম কর্মী সভাটি হয় পাণ্ডবেশ্বরের ডালুর বাঁধ এলাকায় ।দ্বিতীয়টি হয় দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপি মোড়ে । এদিনের এই সরপি মোড় থেকে রোড শো করে প্রার্থী দুর্গাপুর ফরিদপুর ব্লকের জব্বর পল্লী পর্যন্ত যান । প্রার্থীর সাথে ছিলেন পান্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দুর্গাপুর ফরিদপুর ব্লকের ব্লক সভাপতি সুজিত মুখার্জি ও তৃণমূলের আরও অন্যান্য নেতৃবৃন্দ । সরপি মোড় থেকে রোড শো করে সরপি গ্রামের কাছে গিয়ে একটা সভাও হয় এদিন।
বৃহস্পতিবারের দুর্গাপুর ফরিদপুর ব্লকের রোড শোয়ে তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে দেখবার জন্য উৎসাহী জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো । রাস্তার দু পাশে প্রচুর উৎসাহী মানুষ একঝলক তারকা প্রার্থীকে দেখবার আশায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অপেক্ষারত ছিলেন । অবশেষে তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে একঝলক দেখে মানুষের উন্মাদনা ছিল লাগামছাড়া । অথবা প্রার্থীকে দেখবার এই উত্সাহ সামলাতে প্রশাসনকে হিমশিম খেতে হয় ।