তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসা থানার কুলডিহা এলাকায় এক মহিলার নথিপত্রের ব্যাগ ছিনতায়ের ঘটনায় অভিযুক্ত কে গ্রেপ্তার করে শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম সঞ্জয় দত্ত। সে পানাগড় এলাকার বাসিন্দা। ঘটনায় আহত হয় মহিলা। মহিলা দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিন বিচারক ধৃত'কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। জখম মহিলার নাম পুর্ণিমা আ্ঁকুড়ে। তিনি কুলডিহা পাথরডিহি এলাকার বাসিন্দা।
তাঁর স্বামী অর্পণ আঁকুড়ে জানান, শুক্রবার দুপুরে পুর্ণিমাদেবি কুলডিহা এলাকায় ব্যাঙ্কের কাজে গিয়েছিলেন। ব্যাঙ্ক থেকে ফেরার সময় ওই মহিলা'কে সাহায্য করতে অভিযুক্ত চালক তার পিক- আপ ভ্যানে চাপতে বলে।পুর্ণিমাদেবিকে পাথরডিহি এলাকায় পৌঁছে দেবে বলে আশ্বাস দেয় চালক।
পুর্ণিমাদেবি গাড়িতে চেপে বসেন। অভিযোগ, চলন্ত গাড়ির ভেতরেই ওই চালক পুর্ণিমাদেবির নথিপত্রের ব্যাগ নিয়ে নেওয়া চেষ্টা করে। চালক মনে করেছিলো পুর্ণিমাদের ওই ব্যাগে টাকা রয়েছে। যদিও ওই ব্যাগে ব্যাঙ্কের নথিপত্র ছিলো কেবল। পরিস্থিতি বেগতিক বুঝে চলন্ত গাড়ি থেকে নেমে যায় পুর্ণিমাদেবি। গাড়ি থেকে পড়ে আহত হয় তিনি। তাঁর স্বামী পুলিসে অভিযোগ করেন। পুলিস গাড়ি সহ চালককে গ্রেপ্তার করে।