তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কাঁকসা থানার পুলিশ। ধৃতের নাম আনন্দ বাগদি। কাঁকসার বনকাটি এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ভোর রাত্রে ধৃত ব্যক্তি পানাগর মোরগ্রাম রাজ্য সড়কের ওপর কাঁকসার বসুধা বাসষ্ট্যান্ড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। সূত্র মারফত খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ হানা দিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। ধৃতকে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কাঁকসা থানার পুলিশ
April 07, 2022
0
Tags