তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- শুক্রবার সন্ধ্যায় একটি দলছুট হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়ালো কাঁকসার গোপালপুর এলাকায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন শুক্রবার সন্ধ্যা নাগাদ একটি দাঁতাল হাতি গোপালপুর এলাকায় ঢুকে বেশ কয়েক জায়গায় তাণ্ডব চালায়। গোপালপুরে এক বাসিন্দার বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা একটি চার চাকার কাচ ভেঙে দেয় হাতিটি।
এলাকায় হাতি ঢোকার ঘটনায় গোটা গোপালপুর এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। যদিও বনদপ্তর সূত্রে জানা গেছে বনদপ্তর এর পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে।
বনদপ্তর সূত্রে জানা গেছে হাতিটি বাঁকুড়া থেকে দামোদর নদ পার করে শুক্রবার কাঁকসায় ঢুকে পড়ে।কিন্তু শুক্রবার সকাল থেকে গোটা এলাকা জুড়ে তল্লাশি চালিয়ে ও হাতিটির কোন খোঁজ পাওয়া যায়নি। সন্ধ্যা হতেই দলছুট হাতি লোকালয়ে প্রবেশ করে তাণ্ডব চালায়।