তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- শনিবার বুদবুদের গ্রাম মোড়ের কাছে পুরাতন জাতীয় সড়কের ধারে এক্সপ্রেসবিস সংস্থার ব্রাঞ্চ অফিস উদ্বোধন করা হয়।এদিন কেককেটে ব্রাঞ্চ অফিসের উদ্বোধন করেন সংস্থার আধিকারিক কুনাল দত্ত সহ অন্যান্যরা।
সংস্কার আধিকারিক কুনাল দত্ত জানিয়েছেন। বর্তমানে তাদের সংস্থার ২৮০০ টি নেটওয়ার্ক রয়েছে।যার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পরিষেবা তারা পৌঁছে দিচ্ছেন।
মূলত সাধারণ মানুষ অনলাইনের মাধ্যমে যে সমস্ত দরকারি জিনিসপত্র তারা বুকিং করেন সেই সমস্ত সামগ্রী তারা যত্নসহকারে এবং দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দেন। তিনি জানিয়েছেন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো জরুরি ওষুধ পত্র। যেগুলি করোনার মধ্যেও তারা জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন।
পাশাপাশি তাদের সংস্থার কাউন্টার থেকে কেউ যদি তার প্রিয়জনকে কোন উপহার পাঠাতে চায় সেটা তাদের কাউন্টার থেকে বুকিং করার পরই দ্রুততার সাথে সঠিক ঠিকানায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা রেখেছেন তারা।
তিনি জানিয়েছেন তাদের লক্ষ্য অত্যন্ত গ্রামগুলির মধ্যে ঢুকে তারা সাধারণ মানুষকে এই পরিষেবা প্রদান করবেন।