তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- 'আমরা নাড়ী আমার পারি' এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে স্বেচ্ছায় রক্তদান করে সমাজের প্রতি বার্তা দিলেন মহিলারা।মহিলাদের দ্বারা পরিচালিত 'পানাগড় শ্রীদাত্রী নাড়িশক্তি' নামের স্বেচ্ছা সেবী সংগঠনের পক্ষ থেকে এবং পানাগড় ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার পানাগড় বাজারের মিত্র সংঘ ক্লাবে এলাকার বিশিষ্ট নারীদের সন্মান জানিয়ে লায়ন্স ক্লাবের প্রেক্ষাগৃহে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরে ৩০জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।যার মধ্যে এক রেল পুলিশের কর্মী স্বেচ্ছায় রক্তদান শিবিরে এসে স্বেচ্ছায় রক্তদান করে মহিলারের পাশে দাঁড়ান।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য বৈশাখী ব্যানার্জি,জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস,বিশিষ্ট সমাজসেবী তথা বর্ধমান সদরের তৃণমূলের জেলা সহ সভাপতি মহম্মদ জাকির হোসেন,স্বেচ্ছা সেবী সংগঠনের সদস্যরা, এলাকার বিশিষ্ট চিকিৎসকরা ও এলাকার বিশিষ্টজনেরা।
পানাগড় শ্রীদাত্রী নারী শক্তির সম্পাদিকা সংগীতা শুক্লা জানিয়েছেন নারীরাও কোনো কাজে পিছিয়ে নেই সেই বার্তায় দিয়েছেন তারা।সেই কারণে মহিলারাই সকলে মিলে স্বেচ্ছায় রক্তদান করে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে।
পানাগড় ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক প্রণব শেঠ জানিয়েছেন রক্তদানের প্রতি নারীদেরও উৎসাহ বেড়েছে আগের থেকে। শুধু নারী দিবস নয়।সারা বছর সকল নারী পুরুষ সকলকেই এগিয়ে আসতে হবে এবং রক্তদান করতে হবে।কারণ একজনের দান করা রক্তেই অন্য একজনের জীবন বাঁচবে।