তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বেআইনিভাবে কয়লা পাচারের অভিযোগে তিনজন লরি চালককে গ্রেফতার করল কাঁকসা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে দু নম্বর জাতীয় সড়কে বৃহস্পতিবার ভোর রাত্রে অভিযান চালিয়ে কাঁকসার তিনটি জায়গা থেকে কয়লা বোঝাই করা তিনটি লরি আটক করে জিজ্ঞাসাবাদ করার সময় বৈধ কাগজ না থাকায় তিনটি কয়লা বোঝাই করা লরি আটক করা হয়। গ্রেপ্তার করা হয় তিনজন লরি চালককে। ধৃতরা হলেন গলসির বাসিন্দা গফুর শেখ, আসানসোলের কুলটির বাসিন্দা রাম কুমার সাউ, বাঁকুড়ার বাসিন্দা উত্তম গড়ে।ধৃত 3 জন লরি চালককে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করল কাঁকসা থানার পুলিশ।
KANKSA: বেআইনিভাবে কয়লা পাচারের অভিযোগে গ্রেফতার ৩,আটক তিনটি কয়লা বোঝাই লরি
March 31, 2022
0
Tags