সংবাদাতা পূর্ব বর্ধমান:- রাজ আমল থেকে চলে আসা প্রথা মেনেই আজ বর্ধমানে হোলি খেলা হচ্ছে না। বর্ধমানের দোল আগামীকাল।কিন্তু শহরের মানুষ বসন্ত উৎসবে সামিল হয়েছেন। শুক্রবার বর্ধমানের বিভিন্ন সংস্থার উদ্যোগে প্রভাতফেরি হয়। হয় আবির খেলা। কার্জনগেটের কাছে নাচ, গান ও অন্যান্য পরিবেশনা করেন তারা। এমনই একজন আয়োজক সুদেষ্ণা আচার্য জানিয়েছেন, প্রথা মেনে কাল দোল হলেও আজ বসন্তের আহ্বানে সামিল তারা।এছাড়াও আজ দিনভর শহরে বেশ কিছু হোলির ইভেন্ট রয়েছে।সেগুলিতেও অনেক যুবক যুবতী অংশ নেবেন।
বসন্ত উৎসবে সামিল হয়েছেন বর্ধমান শহরের মানুষ
March 18, 2022
0
Tags