তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কাঁকসা পঞ্চায়েত এলাকার ৪৫টি প্রকল্পের সূচনা করা হলো বুধবার।এদিন পানাগড় মিত্র সঙ্ঘ ময়দানে একটি সভার মাধ্যমে সকলের সামনে ৪৫টি প্রকল তুলে ধরা হয়। পাশাপাশি এদিন পানাগড় বাজার উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে মিত্র সঙ্ঘ ক্লাবের গেট পর্যন্ত নির্মিত ঢালাই রাস্তার সূচনা করা হয় নারকেল ফাটিয়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং,কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা, কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্যরা,কাঁকসা বিডিও অফিসের আধিকারিকরা,পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস,কাঁকসা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী পল্লব ব্যানার্জি সহ এলাকার বিশিষ্ট জনেরা।
কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং জানিয়েছেন করোনার জন্য বহু কাজ বন্ধ ছিলো।আবার কোথাও এলকার উন্নয়নের কাজ সম্পন্ন হলেও তা করোনার জন্য উদ্বোধন করা সম্ভব হয় নি। তাই আজ কাঁকসার যে ৪৫টি প্রকল্পের সূচনা করা হয়েছে তার মধ্যে বেশ কিছু কাজ সম্পন্ন হয়ে গেছে সেগুলিও উদ্বোধন করা হয়েছে আজ।যার মধ্যে রাস্তা ঘাট থেকে শুরু করে সৌর বিদ্যুৎ চালিত পথ বাতি,নিকাশিনালা রয়েছে।
কাঁকসা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী পল্লব ব্যানার্জি কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগকে সাধুবাদ জানান।তিনি জানিয়েছেন যে সমস্ত কাজ বন্ধ ছিলো তা দ্রুত শেষ করা হবে। সমস্ত প্রকল্পের সাথে যুক্ত ঠিকাদার দের হাতে ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। করোনার জন্য কাজ আটকে ছিলো ঠিকই তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধরা আটকে থাকবে না। রাস্তা ঘাট নির্মাণের পাশাপাশি সব থেকে ভালো কাজ হলো সমস্ত আইসি ডি এস সেন্টারে সৌর পথ বাতি লাগানো হয়েছে।