সোমনাথ মুখার্জি অন্ডাল:- শুক্রবার গভীর রাতে অন্ডালের মোবাইলের দোকানে দেওয়াল কেটে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়।ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার দক্ষিণ বাজার মসজিদের সামনে।দোকানের দেওয়াল কেটে মোবাইল দোকানে চুরি লক্ষাধিক টাকার মোবাইল ও ইলেকট্রনিকস যন্ত্রাংশ।এমনটাই জানাল দোকানের মালিক সিরাজুল।
সিরাজুল বাবু জানান শনিবার সকালে দোকান খুলে দেখি দোকানের সমস্ত জিনিস ছড়ানো ছিটানো। তারপরেই নজর পড়ে দেয়ালের দিকে সেখানে দেখা যায় দেয়াল ফুটো। সেই পথ দিয়েই চোরেরা দোকানের সর্বস্ব চুরি করে চম্পট দিয়েছে। তিনি আরো জানান দোকানের প্রায় সব দিকেই সিসিটিভি লাগানো আছে এত কিছু করার পরও চুরি আটকানো যাচ্ছে না । আনুমানিক তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা মোবাইল ও মোবাইলের এ জন্য ব্যবহার্য আরও বেশ কিছু জিনিস এবং দোকানে থাকা ক্যাশ সবই ফাঁকা করে নিয়ে পালিয়েছে চোরেরা।
ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ,পুলিশ সিসিটিভির ফুটেজ চেক করে শুরু করেছে তদন্ত ।তবে এভাবে দোকানে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ বাজার ব্যবসায়িক মহলে।