সংবাদাতা,পূর্ববর্ধমান:- আনিশ খানের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে ও মীনাক্ষী মুখার্জি সহ ১৬ জনকে মুক্তির দাবীতে পথ অবরোধ ডিওয়াইএফআইয়ের।বৃহস্পতিবার বিকেলে বর্ধমান আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কের উচালন বাজারে পথ অবরোধ করে ডিওয়াইএফআই ।কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশী হস্তক্ষেপ অবরোধ উঠে যায়।