সংবাদাতা,পূর্ববর্ধমান:- দোকান বন্ধ করার সময় দুস্কৃতীরা হামলা চালিয়ে ছিনিয়ে নেয় লক্ষাধিক টাকা; গয়নার ব্যাগ।তাদের ছোড়া বোমায় আহত একজন স্থানীয় বাসিন্দা। জখম আক্রান্ত স্বর্ণ ব্যবসায়ীও। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) আউশগ্রামের (Aushgram) কালীদহ বাজারে।
রাতে কালীদহ বাজারের সোনার (Gold) দোকানদার প্রবীর সেন ওরফে বাবু তার দোকান বন্ধ করছিলেন। সেসময় আচমকা ছ'সাত জনের দুস্কৃতীদল তার উপর চড়াও হয়। ইঁট দিয়ে তার মাথায় আঘাত করে প্রথমে। তারপর তার পিঠে আঘাত করা হয় ইট দিয়ে।
ধস্তাধস্তি হওয়ার সময় সংগে থাকা লক্ষাধিক টাকা ও কয়েক ভরি সোনার গয়না (Gold jewelry) ছিনিয়ে নেয় দুস্কৃতিরা । এরপর ওই ব্যবসায়ীর চিৎকারে স্থানীয় মানুষ ঘটনাটি জেনে যান। তখন দুস্কৃতীরা বোমা ফাটাতে থাকে। তাদের ছোড়া বোমায় সজল সেখ নামে স্থানীয় এক ব্যক্তি আহত হন। আহত স্বর্ণ ব্যবসায়ী (Gold Trader) প্রবীর সেনের বাড়ি বেলুটি গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।