তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- গোপন সূত্রে অভিযান চালিয়ে বুধবার রাত্রে কাঁকসার গোপালপুর থেকে চারজনকে গ্রেপ্তার করল কাঁকসা থানার পুলিশ।ধৃতদের কাছ থেকে একটি দেশি পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে ধৃত চার জন কাঁকসার গোপালপুর এলাকায় একটি বেসরকারী ইস্পাত কারখানার কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। তবে ধৃত চারজন চুরির উদ্দেশ্য নিয়ে জড়ো হয়েছিল বলে অনুমান পুলিশের। ধৃতরা হলেন অরুণ সানা,কমল গায়েন,শিবু সরকার,ও অভিজিৎ ধর।
ধৃত চারজনের বাড়ি কাঁকসার গোপালপুর এলাকায়। ধৃতদের বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে পুলিশ-হেফাজত চেয়ে পেশ করে কাঁকসা থানার পুলিশ।