নীলেশ দাস,সালানপুর:- রবিবার সালানপুর এরিয়ার অন্তর্গত ইসিএলের কাগজ পত্র বিহীন ৬টি কয়লা বোঝায় ডাম্পার আটক করে বিক্ষোভ প্রদর্শন করেন পাহাড়গোড়া গ্রামের গ্রামবাসীরা।
গ্রামবাসীদের অভিযোগ ইটাপাড়া ওপেন কাস্ট মাইসন থেকে কোনো রকম কাগজ পত্র ছাড়া এবং কোনো কাঁটা না করেই কয়লা বোঝায় করে পাচার করা হচ্ছে। তারা আরো বলেন কিছু কয়লা মাফিয়ারা একসঙ্গে মিলে কিছু শক্তিশালী ব্যাক্তির ছত্রছায়ায় দিনের বেলায় কয়লা চুরির কাজ করছে।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পাহাড়গোড়া ক্যাম্পের পুলিশ এবং সিআইএসএফ ও ইসিএল সুরক্ষা বাহিনী গিয়ে ৬টি কয়লা বোঝায় ডাম্পার গুলি আটক করে। তবে ঘটনার তদন্ত শুরু করেছে সালানপুর থানার পাহাড়গোড়া ক্যাম্পের পুলিশ।