Type Here to Get Search Results !

ক্যারাম প্রতিযোগিতা জামুড়িয়ায়



সোমনাথ মুখার্জী, জামুড়িয়া:- কিছুদিন ধরে দেখা যাচ্ছে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা  মাঠে ক্রিকেট ফুটবলের মতো আউটডোর গেম না খেলে বেশির ভাগ সময় মোবাইলে কাটাচ্ছে, তারপর করোনা এল, লকডাউন এল, এমন পরিস্থিতিতে শিশুরা তো দম বন্ধ পরিস্থিতিতে দিন কাটিয়েছে । স্কুল-কলেজ বন্ধ থাকায় বাইরে গিয়ে আউটডোর গেম খেলার প্রবণতা একেবারেই শেষ হয়ে গিয়েছিল। 


এর পরিপ্রেক্ষিতে জামুড়িয়ার বাহাদুরপুর পঞ্চায়েতের ধসাল গ্রামের ধসাল ক্রিকেট ও ক্যারাম কমিটির সদস্যরা একটি ডাবলস ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করে। নতুন প্রজন্মের কাছে একটি বার্তা যে ইনডোর গেম মানে শুধু মোবাইলে ডুবে থাকা নয়, এছাড়াও রয়েছে ক্যারাম টেবিল টেনিসের মতো ইনডোর গেম । 


যা খেলে শরীর ফির রাখা যায় ,শরীরে চাঞ্চল্য আসে।  অল বেঙ্গল ক্যারাম প্রতিযোগিতায় মোট 32টি দল অংশ নিয়েছিল, এই খেলোয়াড়দের মধ্যে অনেকেই নদিয়া, কলকাতা, বাঁকুড়া, হাওড়া, আসানসোল সহ বাংলার বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন। খেলোয়াড়দের মধ্যে অনেক বিখ্যাত ক্যারাম খেলোয়াড়ও অন্তর্ভুক্ত ছিল।   খেলায় বিজেতা দলকে 25000 টাকা ও  ট্রফি রানার্স আপকে 20,000 টাকা ও ট্রফি দেওয়া হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad