তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- পানাগড় অগ্রগামী ক্লাবের পরিচালনায় এবং পশ্চিম বর্ধমান জেলা কাবাডি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এক দিবসীয় সারাবাংলা মহিলা কাবাডি প্রতিযোগিতার আয়োজন হল পানাগড় অগ্রগামী ক্লাবের ফুটবল ময়দানে।রবিবার মহিলা কাবাডি প্রতিযোগিতা দেখতে এদিন মাঠে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
মহিলা কাবাডি প্রতিযোগিতা সূচনা করেন অগ্রগামী ক্লাবের সদস্য তথা পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ-সভাধিপতি সমীর বিশ্বাস, কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সী, বর্ধমান জেলা কাবাডি অ্যাসোসিয়েশনের সদস্যরা, পানাগড় অগ্রগামী ক্লাবের সদস্যরা এবং এলাকার বিশিষ্টজনেরা।
পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ-সভাধিপতি সমীর বিশ্বাস জানিয়েছেন গ্রাম গঞ্জের প্রাচীন যে সমস্ত খেলাধুলা রয়েছে সেগুলি প্রায় উঠে গেছিল। কাঁকসা ব্লকের মধ্যে কাঁকসা অঞ্চলে খেলাধুলার মান অনেকটাই কম। পানাগড় অগ্রগামী ক্লাব উদ্যোগ নিয়ে তাই কাঁকসা অঞ্চলজুড়ে খেলাধুলার মান তুলে ধরতে নানান ধরনের প্রতিযোগিতার আয়োজন করেছে যার মধ্যে রবিবার সারা পশ্চিমবঙ্গ জুড়ে আটটি মহিলা কাবাডি দলকে নিয়ে কাবাডি প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
এদিন প্রতিযোগিতার শুরুতে প্রয়াত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জিকে ও বিখ্যাত ক্রিকেটার সেন ওয়ানের প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান সকলে।