সংবাদাতা পূর্ব বর্ধমান: -বিদ্যুতের তার থেকে শটশার্কিট হয়ে মৃত্যু হল এক স্কুল পড়ুয়ার। সোমবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের আউশগ্রামের করুঞ্জী গ্রামে। মৃতের নাম শেখ হাসান(১৬)।এই বছর সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। করুঞ্জী গ্রামের বাসিন্দা শেখ আসগর পেশায় দিনমজুর। তার বাড়িতে শৌচাগার তৈরির কাজ চলছিলো। সেইজন্য জলের প্রয়োজন। বাড়ির পাশে একটি পুকুর থেকে জল তোলার জন্য লাগানো হয়েছিল টুলুপাম্প।
আর সেটি চালাতে গিয়ে শেখ আসগরের ছেলে হাসান বিদ্যুৎপৃষ্ট হয়ে পুকরের জলে উল্টে পড়ে। তারপরেই তাকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা হাসানকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।