শুভময় পাত্র,বীরভূম:- বীরভূমের দুবরাজপুর থানার এক গ্রামের ভুবন বাদ্যকর বাদামের ফেরিওয়ালা তার নিজের গান কাঁচা বাদাম গেয়ে বলা যেতে পারে সারাবিশ্বে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে শুরু করে রাজনৈতিক নেতারা তাদের বিভিন্ন ভিডিও এ্যালবাম ও প্রচারে নিয়ে গেছেন কাঁচা বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর কে।
এবারও দুবরাজপুর থানার কুখুটিয়া গ্রামের 6 বছরের শিশু তীব্রজিৎ তার প্রতিভা ফুটিয়ে তুলেছে তাঁর গানের মধ্যে দিয়ে। তার পছন্দের জিনিস খেলনা গাড়ি আর সেই গাড়ি কে কেন্দ্র করে তার লেখা গানে সুর দিয়েছ সে নিজেই ভুবন বাদ্যকর এর ছন্দে। এখন শুধু দেখার এই ছোট্ট ছেলেটির প্রতিভা কতটা বিকশিত হয় তার স্বরচিত শিশুসুলভ গানের মধ্যে দিয়ে।