সংবাদাতা ,পূর্ব বর্ধমান:- বিজেপির (BJP) ফ্লাগ ফেস্টুন পুড়িয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বর্ধমান পৌরসভার (Burdwan Municipality) নয় নম্বর ওয়ার্ডে। বিজেপির অভিযোগ গতকাল রাতে তৃণমূলের দুস্কৃতিরা নয় নম্বর ওয়ার্ডের কোড়া পাড়া এলাকায় বিজেপি প্রার্থী সুধীর রঞ্জন সাউ এর ফ্লাগ ফেস্টুন ব্যনারে আগুন ধরিয়ে দেয়।
ঐ এলাকায় নির্বাচনী কার্যালয়ের সামনে থাকা ফেস্টুনেও আগুন ধরানো হয় বলে বিজেপি প্রার্থীর অভিযোগ। এ নিয়ে তারা বর্ধমান থানার পুলিশের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন সুধীর রঞ্জন বাবু।
যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে জেলা তৃনমুল (TMC) নেতৃত্ব। তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দেয় না। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দের বহিঃপ্রকাশ। বিজেপি নিজেরাই এটা করে তৃণমূলের উপর দোষারোপ করে বাজার গরম করতে চাইছে।এই ঘটনার সাথে তৃণমূলের কোন যোগ নেই বলে জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস।