তনুশ্রী চৌধুরী,পানাগড়:- ২০১৯ সালের ১৪ ই ফেব্রুয়ারি পুলওয়ামায় সন্ত্রাসবাদি হামলায় শহীদ হন ৪০জন সি আর পি এফ জওয়ান। সারা দেশ জুড়ে আজকের দিনে এই দিনটিকে কালা দিবস হিসাবে পালন করে আসছেন সমস্ত ভারতবাসী। সোমবার সন্ধ্যায় পানাগর বাজারের রেল পারে শহীদ জাওয়ানদের মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানালেন বাসিন্দারা এবং বিজেপির কর্মী-সমর্থকেরা।
উপস্থিত ছিলেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি শর্মা, কাঁকসা দু'নম্বর মন্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালী,বিজেপি নেত্রী অপর্ণা চেটার্জি,কাঁকসা ২নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক পরিতোষ বিশ্বাস,মন্ডলের সহ সভাপতি অভিজিৎ চন্দ্র সহ অন্যান্যরা।
কাঁকসা দু'নম্বর মন্ডলের সভাপতি জানান ২০১৯ সালের আজকের দিনে সন্ত্রাসবাদি হামলায় শহীদ হন ৪০জন সি আর পি এফ জওয়ান। সারা দেশের পাশাপাশি বিজেপির পক্ষ থেকে রেল পাড় ট্যাংকি তলায় শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তি কামনা করেছে সকলে।