তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার বনকাটি এলাকায় এক ব্যক্তি কে খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ধৃত শিবু রুইদাসকে ৫দিনের পুলিশি হেফাজতের পর শুক্রবার ফের মহকুমা আদালতে পেশ করলো কাঁকসা থানার পুলিশ।কাঁকসা থানার পুলিশ শিবু রুইদাস নামের ব্যক্তিকে গ্রেপ্তার করে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক তাকে ৫দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।ধৃত শিবু রুইদাস কাঁকসার অযোধ্যা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত,গত ১০ই ফেব্রুয়ারি কাঁকসার বনকাটি এলাকায় একটি পুকুর থেকে ৪৮ বছর বয়সি বলাই মূর্মু নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ তোলেন শিবু রুইদাস এর সাথে তার কয়েকদিন আগে কোনো একটি কারণে বিবাদ শুরু হয়।
শিবু রুইদাস ও তার দলবল বলাই মূর্মু কে মারধর করে , এবং বলাই মূর্মু কে শিবু রুইদাস ও তার দলবল খুন করেছে এই অভিযোগ তুলে কাঁকসা থানায় মৃতের পরিবার ৪জনের নামে লিখিত অভিযোগ দায়ের করে।পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ শিবু রুইদাস কে গত ১৩ই ফেব্রুয়ারি রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে মহকুমা আদালতের বিচারক তাকে ৫দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।৫দিনের পুলিশি হেফাজতের পর আজ ফের ধৃতকে মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।