তনুশ্রী চৌধুরী,পানাগড়:- পানাগড় গ্রাম মোড়ে অবস্থিত পানাগড় চোবরেশ্বর শিব মন্দির সেবা সমিতির সহযোগিতায় এবং পানাগড় ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে পানাগড় গ্রাম মোড়ের ন্যাড়া শিব তলায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির (Free health check-up camp) অনুষ্ঠিত হলো সোমবার।এদিন স্বাস্থ্য পরীক্ষা শিবিরের সূচনা করেন এলাকার বিশিষ্ট জনেরা। এদিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে শতাধিক মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়।এছাড়াও পেশার,সুগার সহ অন্যান্য নানান রোগের পরীক্ষা করা হয় বিনামূল্যে।
স্থানীয় বাসিন্দা জগন্নাথ বরু জানিয়েছেন মন্দির কমিটির পক্ষ থেকে যে উদ্যোগ নিয়েছে তার জন্য তাদের সাধুবাদ জানিয়েছেন তিনি।এলকায় বিনামূল্যে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হওয়ার জন্য এলাকার অসহায় দরিদ্র মানুষদের অনেক সুবিধা হবে।
মন্দির কমিটির সদস্য দিলীপ কুমার পাঞ্জা জানিয়েছেন মহা শিব রাত্রি উপলক্ষ্যে মন্দির কমিটি থেকে সোমবার থেকে আগামী তিন দিন ধরে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।যার মধ্যে সোমবার এলাকার মানুষের সুবিধার জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।