শুভময় পাত্র,বীরভূম:- আদিবাসীদের খাসের জমির পাট্টা না দেওয়ার অভিযোগে শাসক দলের দুই নেতার বিরুদ্ধে। বিক্ষুব্ধ আদিবাসীদের বোলপুর দুর্গাপুর রাস্তা অবরোধ। ইলামবাজার থানার গোপালনগর গ্রামে খাস জমি নিয়ে শুরু হয়েছে স্থানীয় আদিবাসী ও শাসকদলের কিছু নেতাদের মধ্যে বিরোধিতা।
আদিবাসী সম্প্রদায়ের দাবি বর্তমান সরকার এই জমি গুলি পাট্টা আদিবাসী সম্প্রদায়ের মধ্যে ভাগ করে দেন। কিন্তু স্থানীয় শাসকদলের নেতৃত্বে থাকা স্থানীয় দুই নেতা জমি গুলি আদিবাসীদের মধ্যে না দিয়ে নিজেরা আত্মসাৎ করার চেষ্টা করছেন বলে অভিযোগ।
আর সেই কারণেই বিক্ষুব্ধ আদিবাসীরা বোলপুর দুর্গাপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ইলামবাজার থানার অন্তর্গত গোপালনগর গ্রামের এর কাছে। বিক্ষুব্ধ আদিবাসীরা জানান ইলামবাজারের শাসক দলের নেতৃত্বের কাছে গিয়ে পাট্টা করে দেওয়ার আবেদন আগেই জানিয়েছিলেন তারা।
কিন্তু স্থানীয় শাসক দলের নেতৃত্বে থাকা দুই ব্যক্তি আদিবাসীদের জমির পাট্টা না দিয়ে নিজেরই জমি আত্মসাৎ করার চেষ্টা করছেন বলে অভিযোগ। আর সেই কারণেই বেদখল হয়ে যাচ্ছে জমি গুলি। আর সেই কারণেই আন্দোলনের পথে নেমেছে আদিবাসীরা।