শুভময় পাত্র,বীরভূম:- নিজের পেট্রলপাম্প থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে নিহত হলেন বীরভূমের সাঁইথিয়ার এক ব্যবসায়ী। বীরভূমের সাঁইথিয়ায় কমল কান্তি দে নামে এই ব্যক্তি গতকাল রাতে তার নিজের পেট্রল পাম্প থেকে বাইকে করে বাড়ি ফেরার সময় সাঁইথিয়ার সারদা মোড় এলাকায় দুষ্কৃতীদের কবলে পরে।
সে সেখান থেকে পালাবার চেষ্টা করলে দুষ্কৃতীরা তাকে ঘিরে এলোপাথাড়ি গুলি চালায়। তার পিঠে মোট চারটি গুলি লাগে বলে জানা গেছে,তাকে সাঁইথিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে।
স্থানীয় সূত্রে জানা গেছে মৃত কমল কান্তি দের পেট্রোল পাম্পের পাশাপাশি সাঁইথিয়া তে বালি ঘাটের ব্যবসা আছে। সাঁইথিয়া শহরের মধ্যে রাত্রি সাড়ে দশটার সময় এই ধরনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সাঁইথিয়া শহরজুড়ে।
ব্যবসায়ীকে এলোপাথারি গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যাবসায়ীর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের সাঁইথিয়া এলাকায়। এই ঘটনা কেন ঘটলো, এর পিছনে কোন শত্রুতা আছে কিনা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সাঁইথিয়া থানার পুলিশ নেমেছে।