তনুশ্রী চৌধুরী,কাঁকসা:-কাঁকসা (Kanksa) ব্লকের দোমড়ায় আদিবাসী সম্প্রদায়ের শিল্পীদের সম্বর্ধনা জানানো হলো রবিবার।এদিন কাঁকসার দোমড়া গ্রামের কমিউনিটি হলে প্রায় ১৫০জন আদিবাসী লোক শিল্পীদের সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের (TMC) ব্লক সভাপতি দেবদাস বক্সী,তৃণমূল নেতা নব কুমার সামন্ত, স্থানীয় পঞ্চায়েত সদস্যরা ছাড়া আদিবাসী নেতা মঙ্গল টুডু সহ অন্যান্যরা।
কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী জানিয়েছেন কাঁকসা ব্লকে যে সমস্ত লোকো শিল্পীরা রয়েছে তাদের মধ্যে ১৫০ লোকো শিল্পীকে সম্বর্ধনা জানানো হয়েছে।তাদের যে সমস্ত সুবিধা অসুবিধা রয়েছে সেই বিষয়ে তাদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়।এদিন অনুষ্ঠানের শুরুতে আদিবাসী নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা।