সংবাদাতা,পূর্ব বর্ধমান:- 'লেখা পড়ায় ট্রাফিক জ্যাম মানছি না মানবো না'- এই স্লোগান তুলে পূর্ব বর্ধমান জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখাল এস এফ আই।
এস এফ আইয়ের অভিযোগ , রাজ্যে মদের দোকান খোলা অথচ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে রাজ্য সরকার। ফলে বহু ছাত্রছাত্রী ড্রপ আউট হচ্ছে।
পাশাপাশি তাদের আরও অভিযোগ, সম্প্রতি ডেটা প্যাকের দাম বৃদ্ধি পাওয়ায় ছাত্রছাত্রীরা চরম সমস্যার মধ্যে পরেছে। তাই অবিলম্বে স্বাস্থ্য বিধি মেনে স্কুল-কলেজ খোলা, ডেটা প্যাকের দাম কমানো, স্কুল কলেজের ফি প্রত্যাহার সহ চার দফা দাবি নিয়ে বিক্ষোভে সামিল হল তারা।
একই দাবিতে রাজ্যের সমস্ত জেলাশাসকের দপ্তরে এই বিক্ষোভ চলেছে বলে জানান এস এফ আই এর জেলা সম্পাদক অনির্বান রায় চৌধুরী।