তনুশ্রী চৌধুরী,পানাগড়:- রবিবার সকালে প্রথম সারির করোনা যোদ্ধাদের ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা জানাতে হাসপাতালে হাজির হন পানাগড় অগ্নিনির্বাপন কেন্দ্রের একদল কর্মী। হ্যান্ড স্যানিটাইজার ও ফলের প্যাকেট নিয়ে হাজির হন।
এদিন পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মী ও চিকিৎসকদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তাদের হাতে হ্যান্স স্যানিটাইজার ও ফল তুলে দিলেন পানাগড় অগ্নি নির্বাপন কেন্দ্রের কর্মীরা।
পানাগড় অগ্নি নির্বাপন কেন্দ্রের ভারপ্রাপ্ত ওসি আদিত্য কুমার চ্যাটার্জি জানিয়েছেন ইংরেজির নতুন বছর উপলক্ষ্যে তারা স্বাস্থ্য কর্মীদের ও চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন।পাশাপাশি হাসপাতালের সমস্ত রুগীদের হাতে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ও ফল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
একই সাথে প্রতি বছরের মত এই বছরও অগ্নি নির্বাপন কেন্দ্রের সামনে কালি পুজোর আয়োজন করেছেন তাই সকল চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের তারা নিমন্ত্রণ করেছেন পুজোতে যাওয়ার জন্য। এছাড়াও তিনি বলেন করোনার প্রকোপ বাড়ছে তাই সবাইকে সচেতন থাকতে হবে।
করোনার প্রকোপ বাড়লে সবথেকে বেশি দায়িত্ব আর কাজ বেড়ে যায় একদিকে স্বাস্থ্য কর্মীদের অপরদিকে অগ্নি নির্বাপন কেন্দ্রের কর্মীদের তাই নতুন বছরে সকলের সুস্থ্যতা কামনা করে সকল কে শুভেচ্ছা জানানো হয়েছে।