তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- রবিবার সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের । সঞ্জয় ঘোষ নামে বছর চুয়াল্লিশের এক ব্যক্তি কারখানায় থেকে সাইকেলে করে বাড়ি ফেরার পথে কাঁকসার L&T মোড়ের কাছে ২নম্বর জাতীয় সড়কে রাস্তা পারাপার করার সময় পিছন থেকে একটি গাড়ি ঘাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শ্রমিকের।
স্থানীয় সূত্রে জানা গেছে মৃত শ্রমিক কাঁকসার L&T কারখানায় কাজ করতেন। তার বাড়ি কাঁকসার গোপাল পুরে।রাতে ডিউটি সেরে সকালে তিনি বাড়ি ফিরছিলেন সাইকেল করে । এইসময় জাতীয় সড়কের উপরে একটি ছোট হাতি দ্রুত গতিতে এসে পিছন থেকে ধাক্কা মারে ।
ঘটনাস্থলেই মৃত্যু হয় সঞ্জয়ের। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। ঘাতর গাড়িটিকে আটক করলেও দুর্ঘটনার পরেই গাড়ি ছেড়ে পালায় গাড়ির চালক।
স্থানীয় শ্রমিকদের অভিযোগ জাতীয় সড়ক ক্রমশ প্রাণঘাতি হয়ে উঠছে । অতন্ত্য দ্রুত গতিতে ট্রাফিক নিয়ম না মেনেই যান চলাচলের জন্য দুর্ঘটনা ঘটছে । সঞ্জয় ঘোষ বাড়ির একমাত্র রোজগেরে ছিলেন । বাড়িতে তার বিধবা মা , স্ত্রী এবং এক ছেলে রয়েছে।