Type Here to Get Search Results !

পাঞ্জাবে প্রধান মন্ত্রীর কনভয়কে আটকে দেওয়ার বিরুদ্ধে আসানসোলে বিক্ষোভ বিজেপির



নীলেশ দাস ,আসানসোল:- পাঞ্জাবে প্রধান মন্ত্রীর কনভয়কে আটকে দেওয়ার বিরুদ্ধে রাজ্য জুড়ে বিক্ষোভ। রাজ্যের পাশাপাশি আসানসোলেও বিক্ষোভ মোমবাতি মিছিল করে বিজেপি জেলা নেতৃত্বেরা। এদিন প্রধান মন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে পারিনি বলে পাঞ্জাব সরকার কে দায়ী করে বিজেপি।



বৃহস্পতিবার সন্ধ্যায় আসানসোলের রবীন্দ্রভবনের সামনে থেকে এই মোমবাতি মিছিল শুরু হয়।এই মোমবাতি মিছিলে আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি, বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দিলীপ দে, কুলটির বিধায়ক ডা: অজয় পোদ্দার সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এই মোমবাতি মিছিল ভগৎ সিং মোড়ে গিয়ে শেষ হয়।



এই মোমবাতি মিছিলের মাধ্যমে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপি নেতৃত্বরা। এই প্রসঙ্গে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দিলীপ দে  জানান, ''গতকাল অর্থাৎ বুধবার প্রধান মন্ত্রীর কনভয়কে পরিকল্পনা করে আটকে দেয়। তিনি বলেন পার্টির সূত্রে জনা গেছে এর মধ্যে খালিস্থানিরা জড়িত রয়েছে। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে প্রথম। 


দেশের প্রধান মন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে পারিনি পাঞ্জাব সরকার। পুরোপুরি এর মধ্যে জড়িত রয়েছে কংগ্রেস। তাই বিজেপি পার্টির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।'' যেহেতু কোভিড পরিস্থিতি রয়েছে তাই সরকারের গাইড লাইন মেনেই এই কর্মসূচি করা হয় বলে জানান তিনি।



অন্যদিকে আসানসোলের প্রাক্তন মেয়র তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন,আজকের বিক্ষোভে আমরা মনে করি সবাই কে আসা উচিত। যারা দেশকে ভালোবাসে। দেশের প্রধানমন্ত্রীকে হামলা চেষ্টা করা হবে, হামলার ছক কসা হবে। আমরা দেশবাসি হয়ে এই মেনে নিতে পারছিনা। তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আক্রোশ রেলির আয়োজন করেছি। 



যখন কাশ্মীরে জঙ্গীরা মারা যায় সেই সময় আমরা তাদের চোখে জল দেখতে পাই। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রীর উপরে হামলার ছক কসা হচ্ছে তখন এরা আনন্দ পাচ্ছে। এই ধরনের মানুষকে বাংলার মানুষ ক্ষমা করবেন না বলে জানান তিনি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad