তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- অবৈধভাবে বালি তোলার কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা। কাঁকসার কুনুর নদীর পার কেটে অবৈধ ভাবে বালি কাটা হচ্ছিল বলে অভিযোগ গ্রামবাসীদের। কাঁকসা থানার সুদীয়ারার কাছে কুনুর নদীর পার জেসিবি দিয়ে বালি কাটার কাজ চলছিল। অভিযোগ, এক ঠিকাদার অবৈধ ভাবে এই বালি তোলার কাজ করছিলো দীর্ঘদিন ধরে। অভিযোগ,অনেকবার বলা হয়েছিল প্রশাসনিক স্তরে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছিল না। শেষে বৃহস্পতিবার বিকেলে অবৈধ ভাবে এই বালি তোলার কাজ বন্ধ করে দিলো গ্রামবাসিরা।
অবস্থা বেগতিক বুঝে পালিয়ে যায় ঠিকাদারের লোকজন। স্থানীয় সুদীয়ারা গ্রামের বাসিন্দাদের অভিযোগ, কুনুর নদীর পার কেটে এই বালি তোলার জন্য ক্ষতি হতো গ্রামের একটু দুর্যোগ ঘটলেই গোটা গ্রাম ভেসে যেত। আর সেই আশঙ্কা থেকেই তারা আবেদন নিবেদন করে আসছিলেন তারা প্রশাসনিক স্তরে, কিন্তু কাজ না হওয়াতে নিজেদের স্বার্থেই তারা অবৈধ ভাবে বালি তোলার কাজ রুখে দিয়ে, পুলিশকে ডাকে।
পুলিশ ঘটনাস্থলে এসে বাজেয়াপ্ত করে জেসিবি মেশিন। কাঁকসার ভূমি রাজস্ব দফতরের আধিকারিক সুব্রত ঘোষ জানান, অবৈধ ঘাট কোনোভাবেই বরদাস্ত করা হবে না, বিষয়টি খোঁজ খবর করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ভূমি রাজস্ব দফতরের এই আধিকারিক।
আরো পড়ুন:- পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর
এইদিকে তৃণমূল নেতা তথা কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য গৌরাঙ্গ ঘোষ জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা ভূমি রাজস্ব দফতরের আধিকারিককে জানায়, প্রশাসন অবশ্যই ব্যবস্থা নেবে বলে জানান গৌরাঙ্গ বাবু।
অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ তৃণমূলের মদতেই অবৈধ এই বালি তোলার কাজ চলছিল বলে। বিজেপি পূর্ব বর্ধমান জেলা সদর সহ সভাপতি রমণ শর্মা, অবিলম্বে এই কাজ বন্ধ করার দাবি করেন। তবে কুনুর নদীর পার থেকে জেসিবি লাগিয়ে বেআইনিভাবে বালি তোলার ঘটনায় এখন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।