নীলেশ দাস আসানসোল:- আসানসোলের সেনরালে রোডের একটি বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়ালো।চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের।
শনিবারের এই ঘটনায় হাসপাতালে বিক্ষোভ দেখায় মৃতের পরিবারের সদস্যরা।জানা গিয়েছে শুক্রবার দুপুরে হিরাপুরের ডিহিকার বাসিন্দা বিজয় বাউরি বুকে ব্যাথা নিয়ে সেনরালে রোডের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।
আরো পড়ুন:- আসানসোলের ৪২ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির এর আয়োজন
এরপর শনিবার ওই রোগীর মৃত্যু হয়েছে।এই খবর ছড়িয়ে পড়তেই মৃতের পরিজনেরা হাসপাতালে চত্বরে বিক্ষোভ দেখায়।তাদের অভিযোগ চিকিৎসার গাফিলতিতেই বিজয় বাউরির মৃত্যু হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌচ্ছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। যদিও এব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।