সোমনাথ মুখার্জি ,অন্ডাল :- বুধবার সকাল ৬.৩০ নাগাদ অন্ডালের দুই নম্বর জাতীয় সড়ক টপলাইন মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বালি বোঝাই ট্রাক ঢুকে পড়ল একটা কালভার্টে। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। অন্ডাল ট্রাফিক পুলিশের তৎপরতায় ট্রাকের ড্রাইভার খালাসি সহ আরও দু জনকে অক্ষত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায় ,বালিবোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে দু নম্বর জাতীয় সড়ক থেকে নেমে গিয়ে একটা কালভার্টে ঢুকে যায়।অন্ডাল ট্র্যাফিকের তৎপরতায় গাড়ির ড্রাইভার খালাসি সহ বাকি দু জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং গাড়িটিকে কালভার্ট থেকে বের করে আনা হয়।
আরো পড়ুন:- পান্ডবেশ্বর কলেজে উদ্বোধন হল 'ওয়েবকোপার' নতুন ইউনিট
তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল এই দুর্ঘটনার পেছনে কোনো যান্ত্রিক কারণ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।