তনুশ্রী চৌধুরী,কাঁকসা :- নাইট ব্লাড সার্ভে অনুষ্ঠিত হলো কাঁকসার আমানি ডাঙ্গা আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। বৃহস্পতিবার সারা রাত্রি ব্যাপি আমানি ডাঙ্গা এলাকার শতাধিক মানুষের নানান রোগের জন্য রক্ত পরীক্ষা করা হয়।এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন পানাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র BMOH ডক্টর বিপ্লব মন্ডল,এছাড়াও উপস্থিত ছিলেন W.H.O দপ্তরের আধিকারিকরা, কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এবং আশা কর্মীরা।
পানাগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের BMOH ডক্টর বিপ্লব মন্ডল জানিয়েছেন এদিন তারা রাত ভোর এই শিবিরের মাধ্যমে এলাকার 200 জনেরও বেশি মানুষের রক্ত পরীক্ষা করা হয়েছে। বিশেষ করে আমানি ডাঙ্গা এলাকায় আদিবাসি মানুষের বসবাস। এই এলাকার অধিকাংশ মানুষ ম্যালেরিয়া বা অন্যান্য রোগে আক্রান্ত হন। কিন্তু অধিকাংশ মানুষ হাসপাতাল মুখো হয় না।
আরো পড়ুন:-বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে কাঁকসা থেকে গ্রেফতার দুই ব্যক্তি
তাই এলাকার মানুষের মধ্যে যাতে রোগ না ছড়ায় সেই কারণে তারা এই শিবির করেছেন যেখানে WHO. থেকে একটি দল তাদের সাথে সহযোগিতা করে গোটা এলাকায় নানান রোগের সম্পর্কে অনুসন্ধান চালায়। তবে এই ধরনের নাইট ব্লাড সার্ভে আগামী দিনে অন্যান্য জায়গাতেও অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।