সোমনাথ মুখার্জি, পাণ্ডবেশ্বর :- মঙ্গলবার পাণ্ডবেশ্বরের দান্য গ্রামে এক রক্তদান শিবিরে উপস্থিত হয়ে পাণ্ডবেশ্বরের বিধায়ক বিজেপি দলকে 'বেজন্মা দল' বলে কটাক্ষ করলেন । কয়েক মাস আগে দেড় কেজি ওজনের রুপার মুকুট পরে খবরের শিরোনামে এসেছিলেন পান্ডবেস্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । ফের বিজেপি কে 'বেজন্মার বাচ্চা' বলে খবরের শিরোনামে।
পান্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের এই কটাক্ষের জবাব দিলেন বিজেপি নেতা তথা দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘড়ুই। লক্ষ্মণ ঘড়ুই বলেন,'প্রধানমন্ত্রী মোদির প্রশংসা হচ্ছে গোটা দুনিয়া জুড়ে। এটা হজম হচ্ছেনা তৃণমূল নেতাদের। ওঁদের নেত্রী এই রাজ্যের জন্য কিছুই করতে পারেননি। তিনি আরও বলেন নরেনবাবুদের উচিৎ সেই দিকে নজর দেওয়া ,লক্ষণ বাবু বলেন নরেন বাবুরা এখন সেদিকে নজর না দিয়ে পাণ্ডবেস্বরে বালি, কয়লা ও লোহার দিকে নজর দিতে ব্যস্ত।