Type Here to Get Search Results !

অল ইন্ডিয়া মতুয়া সম্প্রদায়ের কাঁকসা ব্লক কমিটির উদ্যোগে কাঁকসায় অনুষ্ঠিত হলো মতুয়া মহামিলন উৎসব



তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- অল ইন্ডিয়া মতুয়া সম্প্রদায়ের (All India Matua community) কাঁকসা ব্লক কমিটি উদ্যোগে রবিবার কাঁকসার (Kanksa) বিল পাড়ায় ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে মতুয়া মহামিলন অনুষ্ঠিত হলোপ্রসঙ্গত,গত কয়েকদিন আগে অল ইন্ডিয়া মতুয়া সম্প্রদায়ের কাঁকসা ব্লক কমিটি গঠন হয়। গঠন হওয়া সেই ব্লক কমিটির উদ্যোগে রবিবার কাঁকসার বিল পাড়ায় ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে মতুয়া মহামিলন উৎসব অনুষ্ঠিত হয়।


এদিন সভায় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের (All India Matua Maha Sangha) সংঘাধিপতি তথা মতুয়া ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মমতা বালা ঠাকুর। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের সম্পাদক প্রদীপ বালা, সভাপতি ধীরেন মন্ডল উপস্থিত ছিলেন।


এদিন মমতাবালা ঠাকুর (Mamtabala Thakur) সকল কে একজোট হওয়ার বার্তা দেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তার হাত শক্ত করার কথা বলেন।পাশাপাশি আগামী দিনে মতুয়া সম্প্রদায়ের উন্নয়ন প্রকল্পে যে সমস্ত অনুদান আসবে, তা কিভাবে উন্নয়নের কাজ করা হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad