Type Here to Get Search Results !

সমাজে সংবাদপত্র ও সাংবাদিকদের ভূমিকা নিয়ে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছেন পূর্ব মেদিনীপুরের মধুসূদন জানা


শুভময় পাত্র:- সমাজে সংবাদপত্র ও সাংবাদিকদের ভূমিকা নিয়ে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছেন পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার অন্তর্গত উত্তর কলমদান গ্রামের মধুসূদন জানা। পেশায় খন্ডকালীন শিক্ষক মধুসূদন বাবু দেখিয়ে দিয়েছেন যে খবরের কাগজ বা সংবাদপত্র শুধু মাত্র একদিনের পড়ার বিষয় নয়। এটি বহু পুরনো নথি ও ইতিহাস বহন করে। 


বর্তমানে সংবাদপত্র সকাল বেলায় পড়া হলে সন্ধ্যেবেলায় তার আর কোন মূল্য থাকে না। একদিন পরেই কেজি দরে বিক্রি হয় বহু নামিদামি সাংবাদিকের অক্লান্ত পরিশ্রমের ফল সংবাদপত্র।আর এই সংবাদপত্রকে নিয়েই সাংবাদিকদের আবেগকে তুলে ধরে সংবাদপত্রের গুরুত্ব কি তা সমাজকে দেখাতে বিশেষ উদ্যোগ নিয়েছেন মধুসূদন বাবু। 


পেশায় খণ্ডকালীন শিক্ষক হলেও মাঝেমধ্যে তিনি ম্যাজিক শো করে থাকেন বিভিন্ন এলাকায়। আর সেখান থেকেই অর্থ ব্যয় করে দশটি ভাষার মোট ৫২ টি সংবাদপত্রের বিশেষ গুরুত্বপূর্ণ খবর গুলি কে সংগ্রহ করে B4 সাইজের কাগজের উপর ল্যামিনেশন করেছেন তিনি। প্রায় ৯০০ টির মত গুরুত্বপূর্ণ এই খবরের কাগজ সংগ্রহ করে তিনি বিভিন্ন জায়গায় প্রদর্শনী করে থাকেন। 

আরো পড়ুন:-  গোপন সূত্রে খবর পেয়ে কাঁকসার ১১ মাইল থেকে ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো পুলিশ

মধুসূদন বাবু এই কর্মসূচিকে 'অমূল্য সম্পদের ভরা খবরের কাগজ' নাম দিয়ে প্রদর্শনী শুরু করেছেন। যে প্রদর্শনীতে খবরের কাগজ যে ইতিহাস বহন করে তা তিনি প্রকাশ করেছেন তার এই দীর্ঘ সাত বছরের এই ধরনের সংগ্রহে। যেখানে রয়েছে পন্ডিত জহরলাল নেহেরুর প্রথম পতাকা উত্তোলনের তথ্যচিত্র, ঠিক একইভাবে কলকাতা শহরে প্রথম ট্রাম চলার তথ্যচিত্র,১৯৫০ সালে প্রজাতন্ত্র দিবসের তথ্যচিত্র, প্রথম কারগিল যুদ্ধের তথ্য চিত্রথেকে শুরু করে নোট বাতিল ও আম্ফান সবকিছুরই তথ্য তার এই সংগ্রহশালায় স্থান পেয়েছে। 


বর্তমান মোবাইল মুখী যুব সমাজের কাছে যা অনেকটাই অন্যরকম। আগামী প্রজন্মকে পুরনো সংবাদপত্রের গুরুত্ব বুঝে ইতিহাস মুখী করে তুলবে। অন্যদিকে পথচলতি মানুষ কেউ এই সংগ্রহশালার মধ্যে দিয়ে তাদের পুরনো ইতিহাসকে আবারো তাদের স্মরণ করিয়ে দিতে বিশেষ উদ্যোগী হয়েছেন মধুসূদন বাবু। তার কর্মসূচি আগামী দিনে নানান জায়গায় প্রদর্শনীর মধ্যে দিয়ে চলতে থাকবে বলে জানিয়েছেন তিনি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad