সোমনাথ মুখার্জী,অন্ডাল:- শ্বশুরবাড়ির অত্যাচারের বিচার পেতে মঙ্গলবার পুলিশের দ্বারস্থ হলেন নির্যাতিতা গৃহবধূ ।শ্বশুরবাড়িতে চলত লাগাতার অত্যাচার । অন্তঃসত্ত্বা থাকার সময় অত্যাচারের কারনে দু'বার নষ্ট হয়েছে পেটে থাকা বাচ্চা। ঘটনাটি অন্ডাল থানার মাধবপুর সাত নম্বর কলোনি এলাকার ।
স্থানীয় সূত্রে জানা গেছে 2021 সালের ফেব্রুয়ারি মাসে মাধবপুর 7 নম্বর কলোনির বাসিন্দা মালতি কোড়ার বিয়ে হয় ঝাড়খন্ডের জামতড়ার (মিহিজাম)- প্রদীপ কোড়ার সাথে । শশুর বাড়িতে যাওয়ার পর থেকেই মালতির ওপর অকথ্য অত্যাচার শুরু করে শ্বশুর বাড়ির লোকজনেরা বলে অভিযোগ ।
পনের টাকা না পাওয়ার কারণে তার উপর অত্যাচার হয় বলে অভিযোগ করেন মালতি । আজ মঙ্গলবার স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় মালতি অন্ডাল থানায় অভিযোগ দায়ের করেন । অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে জানান অন্ডাল থানার এক আধিকারিক ।