নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর :- এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল এলাকার একদল যুবকের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ওয়ারিয়া মানা বস্তি এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে বুধবার সন্ধ্যা নাগাদ ওই নাবালিকা প্রাতঃকৃত্য সারতে বাড়ি থেকে বেরোলে ফাঁকা জায়গায় তাকে একা পেয়ে একদল যুবক জোর করে জঙ্গলে তুলে নিয়ে যায়। সেখানে তার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।
কোনমতে প্রাণ ভয়ে ওই নাবালিকা সুযোগ বুঝে বাড়ি চলে আসে।বাড়ি এসে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানান।ওই নাবালিকার মা-বাবা ও পরিবারের সদস্যরা অভিযুক্তদের বাড়িতে এই বিষয়ে জানাতে গেলে উল্টে নাবালিকার পরিবারের লোকজনদের মারধর করা হয় বলে অভিযোগ।
আরো পড়ুন:- দুর্গাপুরে কেন্দ্রীয় সরকারি সংস্থায় টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
এমনকি ধারালো অস্ত্র নিয়ে নাবালিকা সহ তার মা-বাবা কে আঘাত করা হয় বলে অভিযোগ।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে।এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন নাবালিকার পরিবার।