সোমনাথ মুখার্জী, পাণ্ডবেশ্বর:- পাণ্ডবেশ্বরের হরিপুরে এক ব্যবসায়ীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যছড়ালো এলাকায়, খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে ।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের কারণেই এই আগুন লাগার ঘটনা ঘটে । দু ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে ।
বাড়ির মালিক রাজেন্দ্র বাবু জানান তিনি খাওয়াদাওয়া করে দোকানে যান। দোকানে পৌঁছানো মাত্র তার কাছে ঘর থেকে ফোন করে ঘটনার কথা জানানো হলে তিনি সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে এসে দেখেন দাউ দাউ করে জ্বলছে তার ঘর। তিনি জানান আগুন লাগার ফলে ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে নষ্ট হয়ে গেছে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
আরো পড়ুন:- দুর্গাপুরের বসুন্ধরা পার্কে এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় তিন জনকে গ্রেফতার করলো পুলিশ
খবর পেয়ে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ঘটনাস্থলে যান। তিনি জানান রাজেন্দ্র বারনাওয়াল এর বাড়ির সামনের রুমে যেখানে জিনিসপত্র ছিল সেখানে শর্ট সার্কিটে আগুন লেগেছিল। খবর পেয়ে পৌঁছায় দমকল ,আগুন নেভাবার চেষ্টা করছে দমকল।পাণ্ডবেশ্বর থানার বড়বাবু ও আছেন তিনি নিজেও চেষ্টা করছেন, সবাই আছে এলাকার সবাই মিলে চেষ্টা করছেন যাতে আগুন দ্রুত নেভানো যায়। আমরা রাজেন্দ্র বাবুর পশে আছি।